Terms & Conditions
স্বাগতম কেন্দ্রবিন্দু‘র অফিসিয়াল ওয়েবসাইটে (www.kendrobindu.pub)। আমাদের সাইট ব্যবহার করে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে এই নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন।
১. ওয়েবসাইট ব্যবহারের শর্ত
-
এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কেন্দ্রবিন্দু প্রকাশিত বই কেনা যাবে।
-
ওয়েবসাইটের কোনো অংশ অননুমোদিতভাবে কপি, পরিবর্তন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
-
অবৈধ বা ক্ষতিকর কোনো কার্যক্রম এই সাইটের মাধ্যমে করা নিষিদ্ধ।
২. বইয়ের তথ্য ও মূল্য
-
সকল বইয়ের তথ্য, মূল্য এবং স্টক আমরা যথাসম্ভব হালনাগাদ রাখার চেষ্টা করি।
-
কেন্দ্রবিন্দু যে কোনো সময় বইয়ের মূল্য ও প্রাপ্যতা পরিবর্তনের অধিকার রাখে।
-
অর্ডার কনফার্মেশন ছাড়া কোনো অর্ডার চূড়ান্ত নয়।
৩. অর্ডার, পেমেন্ট এবং ডেলিভারি
-
অর্ডার দেয়ার সময় সঠিক তথ্য প্রদান করাই আপনার দায়িত্ব।
-
পেমেন্ট আমাদের নির্ধারিত মাধ্যমেই সম্পন্ন করতে হবে (যেমন: বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি)।
-
ঢাকা শহরে এবং বাইরের জেলায় ডেলিভারির জন্য নির্দিষ্ট সময় (২-৫ কর্মদিবস) লাগতে পারে।
-
কুরিয়ার চার্জ প্রযোজ্য হতে পারে, যা অর্ডারকালে জানিয়ে দেয়া হবে।
৪. বাতিল, পরিবর্তন ও রিফান্ড নীতি
-
বই বিক্রয় চূড়ান্ত। তবে ভুল বই পাঠানো বা ছাপার ত্রুটি থাকলে পরিবর্তন করা হবে।
-
ত্রুটিপূর্ণ পণ্য পেলে অবশ্যই ৩ কার্যদিবসের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
-
রিফান্ড শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য, যেমন স্টক আউট হলে পেমেন্ট ফেরত দেয়া হবে।
৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার
-
ওয়েবসাইটের সকল লেখা, ছবি, লোগো ও ডিজাইন কেন্দ্রবিন্দু প্রকাশনীর সম্পত্তি।
-
অনুমতি ছাড়া এসব উপাদান ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
৬. দায়বদ্ধতার সীমা
-
প্রযুক্তিগত ত্রুটির কারণে অর্ডার প্রসেসিং বা ডেলিভারি দেরি হলে কেন্দ্রবিন্দু দায়ী থাকবে না।
-
তৃতীয় পক্ষ (যেমন: কুরিয়ার সার্ভিস) দ্বারা ক্ষতি হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো, তবে সরাসরি দায়ী নই।
৭. নীতিমালার পরিবর্তন
-
কেন্দ্রবিন্দু যে কোনো সময় এই Terms & Conditions পরিবর্তন করতে পারে।
-
পরিবর্তনের পর সাইট ব্যবহারের মাধ্যমে আপনি নতুন নিয়ম মেনে নিচ্ছেন বলে বিবেচিত হবে।
৮. যোগাযোগ
যেকোনো প্রশ্ন, অভিযোগ বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
কেন্দ্রবিন্দু
ঠিকানা: ৪১/১, নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০
মোবাইল: 01991703070
ইমেইল: mail@kendrobindu.pub
ওয়েবসাইট: www.kendrobindu.pub