শর্ট টার্ম ও লং টার্ম গোল | সফল হওয়ার জন্য দুটোই কেন দরকার?

কথায় বলে, মানুষ তার স্বপ্নের সমান বড়। আর এই স্বপ্ন পূরণ করার জন্য তাকে হাঁটতে হয় অনেকটা পথ। নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের পরিকল্পনার অভাব নেই। তবে সফল হওয়ার জন্য কি সত্যিই অনেক কিছুর দরকার? এ প্রশ্নের উত্তর একেক জনের ক্ষেত্রে একেক রকম। তবে যেটা সবার ক্ষেত্রেই সত্যি সেটা হচ্ছে শর্ট টার্ম ও লং টার্ম গোল এর কম্বিনেশন। আজকের আর্টিকেলে আমরা এই দুটো লক্ষ্যের ভেতরকার পার্থক্য সম্পর্কে জানবো। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সফলতার জন্য কোন লক্ষ্য আপনি কীভাবে পূরণ করবেন।

শর্ট টার্ম ও লং টার্ম গোল এর মধ্যে পার্থক্য

লং টার্ম গোল কী?

লং টার্ম গোল জীবনের এমন কিছু meaningful objective বা অর্থপূর্ণ উদ্দেশ্যকে রিফ্লেক্ট করে, যেগুলো পূরণ করতে বছরখানেক বা তারও বেশি সময় লেগে যায়। এতে যুক্ত থাকে ব্যক্তির নিজ জীবনের লক্ষ্য, পারসোনাল মিশন ও প্রফেশনাল গোল।

এর সুবিধা-

এই গোল সেট করা থাকলে যে কোনো সিদ্ধান্ত নেয়া ও কাজ করা সহজ হয়। স্বপ্ন যদি উচ্চাকাঙ্ক্ষী হয়, তাহলে শর্ট টার্ম গোলে ফোকাস করুন। সেগুলো ধীরে ধীরে পুরণ করে ফেলতে পারলে সফলতা ধরা দিবেই।

লং টার্ম গোলের কয়েকটি উদাহরণ-

ক্যারিয়ার- আগামি ৫ বছরের মধ্যে সিনিয়র ম্যানেজার হওয়া

বিজনেস- আগামি ২০ বছরে অন্তত কয়েক লাখ পণ্য বিক্রি করা

ফিটনেস- আগামি ১৮ মাসের মধ্যে ম্যারাথন দৌড়ানো

ফাইন্যান্স- আগামি ৩ বছরের মধ্যে ৫ লাখ টাকা এমার্জেন্সি ফান্ডে রাখা

রিলেশনশীপ- ২০৫০ সালের আগে পার্টনারকে সাথে নিয়ে অন্তত ৫০টি দেশ ঘোরা

পারসোনাল গ্রোথ- আগামি ৩ বছরের মধ্যে অন্তত একটি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারা

শর্ট টার্ম ও লং টার্ম গোল এর মধ্যে পার্থক্য

শর্ট টার্ম গোল কী?

শর্ট টার্ম গোল সাধারণত নির্দিষ্ট হয় এবং পূরণ করা সহজ হয়। সাধারণত কয়েক দিন, মাস বা এক বছরেরও কম সময় থাকে এগুলো পূরণের জন্য। যেমন- উইকলি গোল, মান্থলি গোল, কোয়ারটারলি গোল।

ইমিডিয়েট এই গোল সাধারণত কয়েকভাবে ভাগ করা যায়-

  • অ্যাসপিরেশনাল গোলকে ম্যানেজেবল স্টেপে ভাঙা
  • নতুন নতুন আইডিয়া, স্ট্র্যাটেজি, হবি, স্পোর্টস ইত্যাদি নিয়ে এক্সপেরিমেন্ট করা

শর্ট টার্ম অবজেক্টিভের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ইমিডিয়েট কোনো কাজ করার জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রোভাইড করা। এতে ইন্সট্যান্ট ফিডব্যাক পাওয়া যায়, মোটিভেশন ও সেলফ কনফিডেন্স বাড়ে।

শর্ট টার্ম গোলের কয়েকটি উদাহরণ-

ক্যারিয়ার- এই মাসে সিনিয়র পজিশনে যাওয়ার জন্য একটি রোডম্যাপ তৈরি করুন

বিজনেস- চার মাসের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করুন

ফিটনেস- আগামি ২০ সপ্তাহের জন্য সপ্তাহে অন্তত তিনদিন ইয়োগা করার প্ল্যান করুন

ফাইন্যান্স- ছয় মাসের মধ্যে ৫ হাজার ডলার সেইভ করুন

রিলেশনশীপ- ৩ মাসে প্রতি সপ্তাহে প্রিয়জনকে সাথে নিয়ে বাইরে যান

পারসোনাল গ্রোথ- এক সপ্তাহে অন্তত ৬০ মিনিট মেডিটেশন করুন

শর্ট টার্ম ও লং টার্ম গোল এর মধ্যে পার্থক্য

দুটোর মধ্যে পার্থক্য কী?

লং টার্ম গোল সাধারণত আমাদের সামনে বড় সিনারিও তুলে ধরে, যেটা অর্জন করতে ১ বছর বা তার বেশি সময় লাগে। আর শর্ট টার্ম গোল অ্যাচিভ করতে সময় লাগে সপ্তাহখানেক বা মাস।

এবার চলুন জানা যাক এ দুইয়ের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায়-

উদ্দেশ্য

শর্ট টার্ম গোল এক্সপেরিমেন্ট করার জন্য, পরবর্তী স্টেপ কী হবে সেটা বোঝার জন্য, স্বপ্ন পূরণের জন্য ইফেক্টিভ স্টেপগুলো কী হবে সেটা বোঝার জন্য এবং নিজের মাঝে মোটিভেশন ও সেলফ কনফিডেন্স বাড়াতে কাজ করে।

লং টার্ম গোল প্রোভাইড করে ক্লিয়ার ফিউচার ভিশন, ডিরেকশন ক্ল্যারিফাই করে, অ্যাকশন ও ডিসিশন নিতে গাইড করে এবং যে সিদ্ধান্ত নেয়া হচ্ছে তার প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে।

সময়সীমা

শর্ট টার্ম গোল সাধারণত সেগুলো হয়, যেগুলো অ্যাচিভ করতে সপ্তাহ, মাস বা বছর লাগে।

লং টার্ম গোল অ্যাচিভ করতে বছরখানেক বা তার বেশি সময় লাগে। কখনো কখনো কত সময় লেগে যায় বলা যায় না। অনেকের ক্ষেত্রে এটা সারা জীবনও লেগে যেতে পারে।

এটা অবশ্য সত্যি যে আমরা যতই ডেফিনেশন দেয়ার চেষ্টা করি না কেন, নির্দিষ্ট কোনো সূত্রে এগুলো বাঁধা যায় না। ব্যক্তিগত বা কোম্পানিভেদে এগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয়।

যেমন- লক্ষ্যকে চার ভাগে ভাগ করা যায়।

মাইক্রো গোল- ১ দিন বা ১ সপ্তাহ

শর্ট টার্ম গোল- ১ সপ্তাহ থেকে ১২ মাস

মিড টার্ম গোল- ১ থেকে ৩ বছর

লং টার্ম গোল- ৩ বছরের বেশি সময়

short term goal

বিশেষত্ব

শর্ট টার্ম গোল সুনির্দিষ্ট হয় এবং অ্যাচিভ করা সহজ হয়। এটাকে অন্যভাবেও বলা যায়। ধরুন আপনার লক্ষ্য বেশ রিয়েলিস্টিক এবং এটাকে আপনি অ্যাকশনে পরিণত করতে চান- কোনো ধরনের ভয় ও দ্বিধা ছাড়া।

লং টার্ম গোল বা দীর্ঘমেয়াদী লক্ষ্য একইসাথে উচ্চাকাঙ্ক্ষী ও সাধারণ হতে পারে। গোল ফুলফিল করার পর আউটকাম যেমনই আসুক না কেন, শুরুতে বেশ ভয় লাগতে পারে। আপনি হয়ত ভাবতে পারেন, কীভাবে এগুলো অর্জন করবেন- এমন ভাবনা ভাবা খুব স্বাভাবিক।

এই ভয় দূর করার জন্য যদি আপনি লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেন, তাহলে সেটা আরও রিয়েলিস্টিক লাগবে এবং অ্যাচিভ করা সহজ হবে।

লক্ষ্য নির্ধারণ

লক্ষ্য যদি ছোট হয়, সেক্ষেত্রে মোটিভেশনও বাড়ে এবং গড়িমসি কম হয়। যেমন- আপনি হয়ত ঠিক করলেন যে দিনে ৩০ পিস বিক্রি না করে ৩ পিস করব এবং কাস্টমারকে ভালো সার্ভিস দিব। লক্ষ্য বড় হলে আউটকামও সেরকমই আসবে। বছরে অন্তত ৫০০ বিক্রি করতে পারলে ২০৩০ সালের আগেই আপনি লাখপতি হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি যত লক্ষ্যকে ছোট ছোট করে ভাগ করবেন, তত লক্ষ্য পূরণের প্রসেস আপনার হাতে থাকবে, আপনি একে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারবেন।

ট্র্যাক করা

শর্ট টার্ম গোল সহজেই ট্র্যাক করা যায় কারণ এগুলো খুবই স্পেসিফিক এবং অ্যাকশন ওরিয়েন্টেড হয়। যেমন- এক মাসে ৫০ মাইল দৌড়াবেন এই প্ল্যান না করে, ঠিক করুন যে সপ্তাহে অন্তত ৩ দিন দৌড়াবেন।

লং টার্ম গোল ট্র্যাক করা কিছুটা কঠিন হয় কারণ এগুলো বেশ উচ্চাকাঙ্ক্ষী হয়। এর একটি উদাহরণ হতে পারে যে, ৫ বছরে একবার আলট্রা ম্যারাথন দৌড়ে অংশ নেয়া।

দুটি লক্ষ্যের মধ্যে মিল

SMART Goal

দুই ধরনের লক্ষ্যের মধ্যে বেশ কিছু মিল আছে। যেমন-

স্বচ্ছতা বজায় রাখে- বেশি সময়ের হোক বা কম সময়ের, দুটো লক্ষ্যই আপনার উদ্দেশ্যকে স্বচ্ছ রাখে এবং সেগুলো পূরণ করার জন্য টার্গেট সেট করে দেয়।

পারসোনাল ফুলফিলমেন্ট বাড়ায়- লক্ষ্য পুরণের জন্য আপনার মাঝে এনার্জি বাড়ায়, সেই সাথে বাড়ে স্যাটিসফেকশন।

একটি আরেকটির সাথে রিলেটেড- বেশিরভাগ শর্ট টার্ম অবজেক্টিভই লং টার্ম অবজেক্টিভের অংশবিশেষ।

এগুলো SMART গোল- লক্ষ্যকে অবশ্যই Specific, Measurable, Achievable, Relevant, Timely হতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যখন শর্ট টার্ম ও লং টার্ম গোল এ সেট করা যাবে, তখনই সেগুলো পূরণ করা যাবে সহজেই।

শর্ট টার্ম ও লং টার্ম গোল এর মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে সেসব সম্পর্কে জানা তো হলো। এখন আপনি নিজেই বুঝতে পারবেন জীবনের কোন ক্ষেত্রে কীভাবে কোন গোল সেট করবেন। সবার আগে ঠিক করুন আপনি কোন বিষয় নিয়ে লং টার্ম কাজ করতে চান। এবার সেই অনুযায়ী ছোট ছোট অনেকগুলো পদক্ষেপ নিন। দেখুন কোনটা আগে করলে কাজ ভালোভাবে সম্পন্ন হবে। সেই অনুযায়ী এগিয়ে যান। কাজ গুছিয়ে করলে সফলতা ধরা দিবেই। আবার এটাও সত্যি যে, লক্ষ্য সেট করলে সেটা মাঝপথে থামিয়ে দেয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *