ড্রিম জব খোঁজার আগে যে প্রশ্নগুলো আপনার নিজেকে করা উচিত

জব মার্কেটে নতুন হলে অথবা এক কোম্পানি থেকে অন্যটাতে শিফট করার সময় আমরা আমাদের ড্রিম জব নিয়ে ভাবি। অনেকেই হয়ত এজন্য বেশ তাড়াহুড়ো করেন। সিভি এডিট করা শুরু করেন, নতুন নতুন জব লিস্টিং দেখেন, কভার লেটার তৈরি করেন। এসব করার আগে একটু থামুন। ভাবুন, আপনি আসলে কী কী করতে চাচ্ছেন।

বলা হয়, বিশ্বে মাত্র এক তৃতীয়াংশ কর্মী তাদের ড্রিম জব এর সন্ধান পায়। অন্য কথায় বলতে গেলে, বাকি দুই তৃতীয়াংশ কর্মীরা মনের মতো চাকরি পায় না। এটা যে শুধু একজনের প্রোডাক্টিভিটিই কমায় তাই নয়, সেই সাথে কাজের প্রতি তাদের আগ্রহও কমিয়ে দেয়। তাই, স্বপ্নের চাকরি খুঁজে পাওয়ার জন্য নিজের দিকে তাকানো বেশ জরুরি।

নিরিবিলি একটি জায়গা খুঁজে বের করুন, আরাম করে বসুন, নিজেকে নিয়ে ভাবুন। আপনি কী করতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনার জানা থাকলেও, যেভাবে চিন্তা করছেন সেভাবে হয়ত সেটি নাও হতে পারে। তাই কেমন জব চাচ্ছেন বা কত স্যালারি চান সেটিও ভুলে যান। এর বদলে ভাবুন, আপনি কে এবং ঠিক কোন কাজগুলো করতে আপনি পছন্দ করেন।

ড্রিম জব খোঁজার আগে যে প্রশ্নগুলো নিজেকে করবেন

আমরা সবাই পছন্দের চাকরি করতে চাইলেও নিজের কাছে যে আগে কিছু প্রশ্ন করতে হয়, সে সম্পর্কে প্রায়ই ভুলে যাই। কোন প্রশ্নগুলো নিজেকে করবেন চলুন সেগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

১) আপনি কেমন?

ড্রিম জব খোঁজার আগে কিছু প্রশ্ন নিজেকে করুন

আপনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনার চেয়ে ভালো কেউ জানে না। নিজেকে তাই সবার আগে কিছু প্রশ্ন করুন। আপনি কি একা কাজ করতে ভালোবাসেন নাকি টিমের সাথে? আপনি কি এক্সট্রোভার্ট নাকি ইনট্রোভার্ট? জব খোঁজার আগে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলোর উত্তর জানা থাকলে ব্যক্তিত্ব অনুযায়ী চাকরি খুঁজে পাওয়া আপনার জন্য সহজ হবে।

আপনি কেমন ধরনের মানুষ সেটা বোঝার জন্য সহজ একটি পদ্ধতি হচ্ছে অনলাইন পারসোনালিটি টেস্ট। এতে বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনি জানতে পারবেন এবং ড্রিম জব খুঁজে পাওয়া সহজ হবে। এগুলো আপনার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে না হলেও সঠিক রাস্তা দেখাতে আপনাকে সাহায্য করবে।

২) আপনি কী ভালোবাসেন?

কাজের প্রতি প্যাশনেট হলে বেশ ভালো পারফর্ম করা যায় এবং ক্যারিয়ারেও স্যাটিসফাইড হওয়া যায়। ড্রিম জব খুঁজে পাওয়ার জন্য আগে বুঝুন আপনার কী করতে ভালো লাগে। ঘণ্টার পর ঘন্টা ধরে কোন কাজটি করতে আপনি ভালোবাসেন? কোন কাজটি করলে আপনি এনার্জি পান এবং নিজেকে ক্রিয়েটিভ ভাবেন? বোরড হয়ে গেলে কী করেন? এগুলো যখন ভাববেন, তখন আপনার ক্যারিয়ার নিয়ে ভাবার দরকার নেই। আপনি হয়ত বেকিং করতে, হাইকিং করতে, বা গান শুনতে ভালোবাসেন। সেই আইডিয়াগুলো লিখে রাখুন। এমন হাজারো ইউনিক ড্রিম আছে যেগুলো আপনার প্যাশনের সাথে ম্যাচ করে।

৩) কোন কাজে আপনি বেশি ভালো?

আপনার ড্রিম জব ঠিক সেখানেই অপেক্ষা করছে, যেখানে আপনার প্যাশন ও স্কিল যেয়ে একসাথে মিলেছে। আপনি যত বেশি প্যাশনেট হবেন, তত ভালোভাবে কাজ করতে পারবেন। এই দুইয়ের কম্বিনেশনে হয়ত আপনি এমন একটি ক্যারিয়ারও পেয়ে যেতে পারেন, যেটা সম্পর্কে আপনি আগে কখনোই ভাবেননি। আর যদি স্বপ্নের চাকরিতে ভালো বেতনও পেতে চান, তাহলে এমন কিছু খুঁজে বের করুন যেটাতে আপনি নিজেও বেশ ভালো। আপনি যখন খুঁজতে শুরু করেছেন কোন কোন বিষয়ে আপনি ভালো, তখন শুধু নিজের অপিনিয়নটাই নিবেন না। অন্যরা আপনার ব্যাপারে কী বলছে? আপনার কোন দিকটি নিয়ে প্রশংসা করছে? গান? পড়ানো? ছবি আঁকা? নিজের পাশাপাশি তাদের মন্তব্যগুলোও শুনুন। তারাও কিন্তু দেখতে পাচ্ছে আপনি কোন কাজটি আসলেই ভালো করছেন।

৪) কোন কাজ করতে আপনার একদমই ভালো লাগে না?

ড্রিম জব

এই প্রশ্নটা আপনি নিজেকে করবেন ভালোর বিপরীতে ফোকাস করার জন্য। ঠিক কোন কোন কাজ করতে আপনার একদমই ভালো লাগে না? যেমন ধরুন- আপনি যদি এক্সট্রোভার্ট হয়ে থাকেন তাহলে লাইব্রেরির মতো নীরব জায়গায় কাজ করতে আপনার একদমই ভালো লাগবে না। ভাবুন, এ ধরনের কাজগুলো করতে কেন আপনার ভালো লাগে না। বাইরে যেতে হবে বলে বা হাঁটুতে ব্যথা হবে বলে আপনি বাইরে যেয়ে বাগান করতে চান না? লিখতে হবে বা কম্পিউটার পছন্দ নয় বলে আপনার কাছে ই-মেইল আসলে সেগুলোর উত্তর দেন না? কোন ক্যারিয়ারগুলো আপনি এড়িয়ে চলতে চান, সেটা জানতে হলে কোন কাজগুলো আপনার ভালো লাগে না সেটা বাছাই করা জরুরি।

৫) আপনার কী কী লক্ষ্য আছে?

ড্রিম জব খোঁজার আগে পারসোনাল ও ক্যারিয়ার গোল বা লক্ষ্য সম্পর্কে আগে জেনে নেয়া জরুরি। কারণ দিন শেষে এটাই আপনার ক্যারিয়ারকে শেইপ করতে হেল্প করবে। নিজেকে জিজ্ঞেস করুন, যখন সম্পর্ক, অর্থ, পরিবার বা স্বাস্থ্যের কথা আসে তখন সবার আগে আপনার লক্ষ্য কী হয়ে থাকে? এসব কিছুই আপনার ক্যারিয়ারকে এফেক্ট করবে। আপনি যদি পরিবারের সাথে থাকতে চান, তাহলে যে জবে আপনাকে অনেক ট্রাভেল করতে হবে সেটা আপনার জন্য নয়। যদি আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চান, তাহলে এনজিও’র জব আপনার জন্য নয়। আপনার জীবনের কিছু লক্ষ্যই আপনাকে ক্যারিয়ার বেছে নিতে বাধ্য করে।

৬) আপনি কাকে খুঁজছেন?

পারসোনালি ও প্রফেশনালি আপনি প্রশংসা করেন, এমন কারো কথা চিন্তা করুন। হতে পারে সে এমন একজন বন্ধু যে কিনা সাহায্য করতে চায়, একজন আর্টিস্ট যে গল্প বলতে চায়, অথবা একজন মেন্টর যে গাইড করতে চায়। এবার কেন তাদেরকে প্রশংসা করেন সেটা ভাবুন। তাদের মাঝে ইউনিক কী আছে? তাদের কোয়ালিটিগুলো কি আপনাকে ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করবে? আপনিও কি আর্টের মাধ্যমে আপনার গল্প বলতে পারবেন? অথবা নিজের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে পারবেন? তাদের কোন গুণগুলো আপনাকে আকর্ষণ করছে সেটা নিয়ে ভাবুন। এই গুণগুলো আপনাকে ড্রিম জব পেতে সাহায্য করবে কিনা ভাবুন।

৭) আগের চাকরি থেকে কী কী শিক্ষা নিয়েছেন?

কাজের অভিজ্ঞতা

আগে যে চাকরি করেছেন সেখান থেকেই ভবিষ্যতের চাকরির জন্য অভিজ্ঞতা নিতে হবে। বিশেষ করে সেটা যদি হয় নিজের পছন্দের চাকরি, তাহলে তো কথাই নেই। আগের অভিজ্ঞতাগুলো থেকে খুঁজে বের করুন আপনার কী কী পছন্দ ছিল এবং কী কী নয়। এই বিষয়গুলো ভাবা হয়ে গেলে সবগুলোর সুবিধা ও অসুবিধা কাগজে লিখে ফেলুন। এখান থেকে আপনি বুঝতে পারবেন পরবর্তী জবের জন্য কোন কাজগুলো আপনাকে করতে হবে এবং কোনগুলো নয়। যদি আপনি সদ্য ইউনিভার্সিটি শেষ করে থাকেন এবং ফুল টাইম চাকরির কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে খুঁজে বের করুন কোর্স কমপ্লিট করার সময় কী কী কাজ আপনি করেছেন এবং কোন কাজগুলো করতে আপনার ভালো লাগতো।

৮) কী ধরনের কাজ আপনি প্রিফার করেন?

আপনি কি আসলেই কোনো বড় কোম্পানির হয়ে কাজ করতে চান, ছোট স্টার্ট আপ করতে চান নাকি নিজের অন্য কোনো ব্যবসা চালু করতে চান? কী ধরনের কাজ করতে আপনি পছন্দ করেন সেটা চিহ্নিত করা খুব জরুরি। যদি আপনি নিজের সময় অনুযায়ী কিছু করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং বা নিজের ব্যবসা শুরু করা হতে নিজের ড্রিম জব তৈরির একটি অংশ।

এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলে এবার আপনি আইডিয়াল জবের জন্য জব ডেসক্রিপশন নিয়ে লিখতে বসতে পারেন। এরপর কাজ শুরু করবেন। বন্ধুদের সাথে নেটওয়ার্ক তৈরি করা এবং তাদের সাথে নিজের ইচ্ছা সম্পর্কে শেয়ার করলেও ড্রিম জবের সন্ধান মিলতে পারে। তারাও আপনাকে পারফেক্ট অপরচুনিটির সাথে কানেক্ট করিয়ে দিতে পারে। যদি প্রয়োজন হয় ইন্টারভিউ দেয়ার সময় সেখানেও ড্রিম জবের কথা বলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *